#পুরুলিয়া: জলের অপর নাম জীবন, আর সেই জলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা৷ না এই ছবি আর দেখা যাবে না পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে (Ayodhya Pahar)৷ অযোধ্যা পাহাড়ের (Ayodhya Pahar) গ্রামে গ্রামে কল খুললেই পানীয় জল (Drinking Water)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পের সুবিধা পেতে চলেছে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়বাসী।
এখন পরীক্ষামূলকভাবে শুরু হলেও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই সুবিধা পাবে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়বাসী (Ayodhya Pahar)। অযোধ্যা পাহাড়ের মার্বেল লেখ জলাধার থেকে এই জল সরবরাহ করা হবে পাহাড়ের গ্রামে গ্রামে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে প্রায় ৭.৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে।
গ্রাম থেকে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে ঝরণার জল নিয়ে আসতো পাহাড়বাসী। সেই দুর্দিন শেষ। এবার গ্রামের গ্রামে নল খুললেই পানীয় জল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের মার্বেল লেক থেকে এই জল তুলে ফিল্টার করে তা পৌঁছে যাবে পাহাড়ের রাঙ্গা, হাতিনাদা, ভূঁইঘোরা, বিদ্যাজারা সহ বিভিন্ন গ্রামে গ্রামে । Input- Indrajit Mandal