Bengal Assembly Election 2021: Phase 3: অশান্তিতে প্রথম-দ্বিতীয়কে হার মানাচ্ছে তৃতীয় দফার ভোট! দেখুন ছবিতে...
কোভিড বিধি মেনে, কমিশনের কড়া নজরদারিতে হচ্ছে ভোট। কিন্তু তাতেও অশান্তি আটকানো যাচ্ছে না নানা প্রান্তে। একের পর এক জায়গায় রক্ত ঝড়ছে। হামলা হয়েছে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খান, খানাকুলের তৃণমূল প্রার্থীর উপরও।


কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যত মুড়ে দিয়ে আজ তৃতীয় দফায় ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে বাংলায়। দক্ষিণ চব্বিশ পরগনার ১৬, হাওড়ার ৭ ও হুগলির ৮ কেন্দ্রে ভোট। দক্ষিণ চব্বিশ পরগনায় মোতায়েন ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । হুগলিতে মোট ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়াজুড়ে মোতায়েন মোট ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোভিড বিধি মেনে, কমিশনের কড়া নজরদারিতে হচ্ছে ভোট। কিন্তু তাতেও অশান্তি আটকানো যাচ্ছে না নানা প্রান্তে। একের পর এক জায়গায় রক্ত ঝড়ছে। হামলা হয়েছে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খান, খানাকুলের তৃণমূল প্রার্থীর উপরও।


দিকে-দিকে দলীয় নেতাকর্মীরা আহত হওয়ার পর ফের সিআরপিএফ তাণ্ডব নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে কমিশনের তাণ্ডবে এই তৃতীয় দফাতেই নীরব দর্শক কমিশন। এমনটাই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন ভোটগ্রহণ শুরু হতেই নানা জায়গা থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসে সিআরপিএফ এর বিরুদ্ধে।


গোঘাটের ফুলঝোরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভও দেখায় সাধারণ মানুষ। অভিযোগ তারা মারধর করেছে সাধারণ মানুষকে। সাতসকালে অভিযোগ এসেছে রায়দিঘি থেকেও। এই কেন্দ্রের ২৪ নং বুথে মহিলা ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য ধমকি দিচ্ছে কয়েকজন সিআরপিএফ জওয়ান।


তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে গোপীনাথপুর এলাকায় গো ব্যাক স্লোগান তৃণমূলের। ১০-১২টা গাড়ির কনভয় নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।