বেলা যত বাড়ছে তত জনশূন্য হচ্ছে রাস্তাঘাট৷ সবাই চাইছেন তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরে আসতে৷
2/ 6
এ যেন উষ্ণতম এপ্রিল৷ আলাদা করে বীরভূমের কথা বলতে গেলে বলতে হয়, প্রতিদিনের মতো এদিনও ঠান্ডা হাওয়া ছিল ভোরের দিকে৷ তবে রোদের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসের তাপমাত্রা বাড়তে চলেছে৷
3/ 6
শুধু তাই নয়, বাতাসের সঙ্গে বইছে গরম হাওয়া বা লু৷
4/ 6
৪২.৮ ডিগ্রি তাপমাত্রা সহ্য করেছে বীরভূম জেলাবাসী৷
5/ 6
বীরভূমের সদর শহর সিউড়ি৷ ফলে মানুষের আনাগোনা বাড়বেই৷ অসহ্য গরম সহ্য করছে এই জেলা৷