• প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে বাংলা ৷ রোদের তেজ আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে শহরবাসীর ৷ • কোনও আশার আলো দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতরও ৷ • আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমী বায়ু কবে আসবে ঠিক নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। • দক্ষিণে তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে ৷ • বাড়বে আদ্রতা জনিত অস্বস্তিও ৷ • পাশাপাশি তাপপ্রবাহ চলবে ৬ জেলায় ৷ • আগামী অন্তত তিনদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ • এর কারণ হল আরব সাগরে ঘণীভূত হয়েছে নিম্নচাপ ৷ সেটি ঘূর্নিঝড়ে পরিণত হবে ৷ • এই কারণেই মৌসুমী বায়ু আসতে আরও দেরী হতে পারে বলে জানানো হয়েছে ৷ • কলকাতায় আজ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ৷ তবে তা আরও বাড়বে ৷ এর সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও ৷