প্রেমিকার বিয়ে মানতে পারেনি যুবক, শাস্তি দিতে নারকীয় ধর্ষণের পরে খুন! বিবস্ত্র দেহ মাঠে ফেলল ধর্ষক
সঞ্জিলার বিয়ে হয়ে গেলে, সেই বিয়ে তাঁর পুরনো প্রেমিক হাসান শেখ কোনওভাবেই মেনে নিতে পারেনি। তাই তাকে রাতের অন্ধকারে ফোনে ডেকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ।


*এক গৃহবধূর বিবস্ত্র অবস্থায় ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় দৌলতাবাদের ছয়ঘরী হাজামপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম সঞ্জিলা বিবি (২৩)। ঘটনার খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠায়। প্রতীকী ছবি।


*সঞ্জিলা-রা তিন বোন ও এক ভাই। বড় মেয়ে সঞ্জিলার এক বছর আগে বিয়ে হয় শেখপাড়া কাজীপাড়া এলাকায়। বর্তমানে তার স্বামী কেরালায় রয়েছেন। পরিবারের দাবি, সঞ্জিলার বিয়ে তাঁর পুরনো প্রেমিক হাসান শেখ কোনওভাবেই মেনে নিতে পারেনি। তাই তাকে রাতের অন্ধকারে ফোনে ডেকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ। প্রতীকী ছবি।


*পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার বলেন, তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যারা অভিযুক্ত তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। সঞ্জিলার বাবা মুক্তার শেখের দাবি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। ঘটনার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে তাঁর ধারণা। প্রতীকী ছবি।


*প্রতিবেশী মোহাম্মদ হোসেন বলেন, জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় পড়েছিল সঞ্জিলার দেহ। আমরাই ওর পরিবারে খবর দিইয়েছই। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রতীকী ছবি।


*সঞ্জিলার মা রেজিনা বিবি বলেন, "ওই যুবকের সঙ্গে মাঝেমধ্যে কথা বলতো বলে জানতে পেরেছি। এই ধরনের ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি। পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের করার শাস্তি দিক এটা আমরা চাইছি।" প্রতীকী ছবি।