ব্যান্ডেল- শক্তিগড়ের মধ্যে চালু হবে তৃতীয় লাইন, তার জন্য চলছে ইন্টারলকিং-এর কাজ৷ তাই প্রায় তিন দিন বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন স্টেশন৷ ৩০ তারিখ থেকে ব্যান্ডেল স্টেশন চালু হওয়ার পর স্টেশনের প্ল্যাটফর্মের নম্বরও বদলে যাচ্ছে৷ রেলের তরফে এমনই নির্দেশ জারি করা হয়েছে৷ তথ্য- আবির ঘোষাল, ছবি- সৈকত বিশ্বাস৷