

মাত্র মাথাপিছু ৩৪০ টাকা৷ এই ভাড়াতেই দিঘা থেকে ছোট বাসে চড়ে ঘোরা যাবে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি৷ পর্যটকদের জন্য এমনই নতুন পরিষেবা শুরু করল দিঘা শঙ্করপু উন্নয়ন পর্যদ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন৷ Info-Sujit Bhowmik


রবিবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে৷ দিঘায় এসে বহু পর্যটকই ইচ্ছা থাকলেও শঙ্করপুর, তাজপুর বা মন্দারমণির সৈকতে যেতে পারেন না৷ কারণ গাড়ি ভাড়া করলে এতগুলি জায়গা একসঙ্গে দেখতে খরচ অনেকটাই পড়ে যায়৷ Info-Sujit Bhowmik


শুধু শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি নয়৷ এই বাসেই দিঘার কাছে সায়েন্স পার্ক, অমরাবতীর মতো দ্রষ্টব্য জায়গাগুলিও ঘুরিয়ে দেখানো হবে৷ Info-Sujit Bhowmik


প্রত্যেকদিন সকালে এই বাস ছাড়বে ওল্ড দিঘা থেকে৷ অপরাজিতা কটেজে অবস্থিত অফিস থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে৷ পর্যটকদের সুবিধার্থে বাসে একজন গাইডও থাকবেন৷ দিনভর ঘোরানোর পর বাসটি ফের দিঘায় নিয়ে আসবে পর্যটকদের৷ Info-Sujit Bhowmik