Home » Photo » south-bengal » Mother Daughter Arrested for Blackmailing: ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কে মা, গোপনে ভিডিও রেকর্ড মেয়ের! ব্ল্যাকমেল করে নরেন্দ্রপুরে ধৃত ২
Mother Daughter Arrested for Blackmailing: ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কে মা, গোপনে ভিডিও রেকর্ড মেয়ের! ব্ল্যাকমেল করে নরেন্দ্রপুরে ধৃত ২
ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওই গোপনে রেকর্ড করে রাখে মহিলার মেয়ে৷ পরে সেই ভিডিও দেখিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করা শুরু হয় (Mother Daughter Arrested for Blackmailing)৷
প্রেমের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও তুলে এক ব্যক্তিকে ব্ল্যাকমেল করার অভিযোগ মা ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লিতে। অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ৷ তথ্য- অর্পণ মণ্ডল, প্রতীকী ছবি
2/ 5
পুলিশ সূত্রে খবর, ফেসবুকের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে প্রথমে ফেসবুকের মাধ্যমে আলাপ জমান এক মহিলা৷ এর পর নরেন্দ্রপুেরর মিশনপল্লি এলাকায় মহিলার বাড়িতে আসেন ওই ব্যক্তি৷ সেখানেই দু' জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়৷তথ্য- অর্পণ মণ্ডল, প্রতীকী ছবি
3/ 5
এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওই গোপনে রেকর্ড করে রাখে মহিলার মেয়ে৷ পরে সেই ভিডিও দেখিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করা শুরু হয়৷ তথ্য- অর্পণ মণ্ডল, প্রতীকী ছবি
4/ 5
অভিযোগ, ভিডিও প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে ওই ব্যক্তির থেকে দশ লক্ষ টাকা দাবি করে অভিযুক্ত মহিলা ও তার মেয়ে৷ তার মধ্যে ২ লক্ষ টাকা দিয়েও দেন ওই ব্যক্তি৷ তথ্য- অর্পণ মণ্ডল, প্রতীকী ছবি
5/ 5
কিন্তু তার পরেও ক্রমাগত টাকা চেয়ে চাপ দিতে থাকায় ওই মহিলা ও তার মেয়ের বিরুদ্ধে মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি৷ সেই অভিযোগের ভিত্তিতেই আজ ওই মহিলা ও তার মেয়েকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিনই তাদের আদালতে পেশ করা হয়৷ তথ্য- অর্পণ মণ্ডল, প্রতীকী ছবি