বৃষ্টি হলেও, পুজো মাটি হয়নি৷ তবে এ বার আক্ষরিক অর্থেই আর ভেজাবে না বর্ষা৷ আগামী ২৪ ঘণ্টায় রাজ্য থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু৷ ফলে এ বছরের মতো বর্ষায় ইতি৷
2/ 4
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্য থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ বর্ষা বিদায় নিলেই তাপমাত্রা কমতে শুরু করবে৷
3/ 4
একই সঙ্গে কমবে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কিছু জেলায় বৃষ্টি হতে পারে৷
4/ 4
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা বৃষ্টি হতে পারে৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়াতেও৷