• সব রেকর্ড ভেঙে এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে ২১ জুন ৷ কিন্তু এত দেরিতে পা রেখেও দক্ষিণবঙ্গের উপর সদর হচ্ছে না প্রকৃতি ৷ • বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ সময়েই ঝাঁ ঝাঁ রোদে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো ৷ • আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে দক্ষিণবঙ্গে আবার সক্রিয় হবে বর্ষা। • ৩০ জুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। • তার জেরে ২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। • তার আগে পর্যন্ত তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে । • হাওয়া অফিস সূত্রে খবর, ২৭ জুনের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। • আজ ও কাল অতি ভারি বৃষ্টি সিকিম ও উত্তরের পাঁচ জেলায়। ২৮ জুন পর্যন্ত বৃষ্টি চলবে। • ২৭ জুন মালদা ও দুই দিনাজপুরেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। • গত ২৪ ঘন্টায় বক্সা (৩০০ মিমি) সহ বেশকিছু এলাকায় প্রবল বর্ষণ হয়েছে ৷