• অবশেষে প্রতীক্ষার অবসান ৷ আগামিকালই দক্ষিণবঙ্গে পা দেবে মৌসুমি বায়ু, স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ • গতকালই পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ • সেই পূর্বাভাস মতোই শুক্রবার অবশেষে বর্ষার আগমন ঘটবে দক্ষিণের জেলাগুলোতে ৷ • আলিপুর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলার উপকূলের দোরগোড়ায় রয়েছে মৌসুমিবায়ু। • তবে মৌসুমী বায়ু এলেও ততটা শক্তিশালী হবে না। তাই খুব বেশী বৃষ্টি হবে না প্রথম দফায়। • আগামী ২৪ ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ • পুরুলিয়া থেকে দক্ষিণ ২৪ পরগণা সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।