• সব রেকর্ড ভেঙে এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে ২১ জুন ৷ কিন্তু এত দেরিতে পা রেখেও দক্ষিণবঙ্গের উপর সদর হচ্ছে না প্রকৃতি ৷ • বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ সময়েই ঝাঁ ঝাঁ রোদে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো ৷ • আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে দক্ষিণবঙ্গে আবার সক্রিয় হবে বর্ষা। • আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। • ২৭ জুন থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিনবঙ্গে। • আজ থেকে সিকিম ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। • কাল, পরশু অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ২৭ জুন পর্যন্ত চলবে অতিবৃষ্টি।