• ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টিপাত ৷ • তবে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, প্রাকবর্ষার বৃষ্টি শুরু হলেও বঙ্গে বর্ষা ঢুকতে আরও দেরি আছে ৷ • জুনের মাঝামাঝি রাজ্যে ঢুকবে বর্ষা ৷ • কেরলে ঢোকার আরও ৭ দিন পর রাজ্যে বর্ষা ঢোকার কথা ৷ কেরলে বর্ষা ঢুকবে ৮ জুন ৷ • তবে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৷ • কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলিতে ৷ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায় ৷ • অসম থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে অক্ষরেখা রয়েছে ৷ • বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ তারই জেরে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি হচ্ছে ৷