বর্ষা ঢুকেছে৷ আকাশে ভিজে কালো মেঘের আনাগোনাও বেড়েছে৷ মাঝে মাঝে কয়েক পসলা বৃষ্টিও যে হচ্চে না, তা নয়৷ কিন্তু গলদঘর্ম দশা থেকে তো মুক্তি মিলছে না৷ সকাল থেকেই রোদের তাপ আর প্যাচপ্যাচে গরম জানান দিচ্ছে, আজ আরও একটি কষ্টকর দিন৷
2/ 5
এ হেন পরিস্থিতিতে বৃষ্টি বা আবহাওয়ার বদল নিয়ে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে আরও দু-একদিন৷ মাসের শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷