এক মাস ধরে প্রবল গরমে পুড়েছে পশ্চিমবঙ্গবাসী । উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গ। তবে সব প্রতীক্ষার অবসান শেষে আজ, ২১ জুন, দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা । তবে ঘূর্ণিঝড় বায়ু ও এল নিনোর জেরে এবার বর্ষা আসতে দেরি হয়েছে অনেকটাই। ২০০৫ এর রেকর্ড ভেঙে এবছর রেকর্ড দেরিতে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । আলিপুর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলার উপকূলের দোরগোড়ায় রয়েছে মৌসুমিবায়ু। তবে মৌসুমী বায়ু এলেও ততটা শক্তিশালী হবে না। তাই খুব বেশী বৃষ্টি হবে না প্রথম দফায়।