আমফানে যে জেলাগুলির সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ সরকারি হিসেব অনুযায়ী সেখানে ৪৭ হাজার হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে৷ এর মধ্যে ৩০ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে৷ ১২ হাজার হেক্টর জমিতে তিল নষ্ট হয়েছে, ৫ হাজার হেক্টর জমিতে চাষ করা সবজি তছনছ করে দিয়েছে আমফান৷ পাশাপাশি জেলার পান চাষেও মারাত্মক ক্ষতি হয়েছে৷