

বামেদের ১২ ঘণ্টার বনধে সকাল থেকে বেশ কয়েক জায়গায় রেল অবরোধ করেন সমর্থকরা৷ দমদম ক্যান্টনমেন্টে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা৷Photo-Anup Chakraborty


বামেদের ১২ ঘণ্টার বাংলা বনধে সকাল থেকে ভাল প্রভাব পড়েছে শিলিগুড়িতে৷ রাস্তাঘাট ছিল ফাঁকা, বন্ধ রয়েছে অধিকাংশ দোকান৷Photo-ANI


যদিও কলকাতায় অবশ্য যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে৷ রাস্তায় নেমেছে পর্যাপ্ত পরিমাণে সরকারি- বেসরকারি বাস, মিনিবাস৷Photo-Facebook


এ দিন সকাল থেকে কলকাতায় কয়েকটি জায়গায় মিছিল বের করেন বনধ সমর্থকরা৷ কিন্তু কোনও জায়গাতেইন বনধ পালন করার জন্য সাধারণ মানুষের উপরে সেভাবে চাপ দেওয়া হয়নি৷Photo-Facebook


বারাসতেও এ দিন রেল অবরোধ করেন বনধ সমর্থকরা৷ ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ- বনগাঁ ও শিয়ালদহ- হাসনাবাদ শাখার ট্রেন চলাচল৷Photo-Jiaul Alam


উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়া, দমদম ক্যান্টনমেন্ট. বামনগাছি, শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর সহ বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধ করেন বনধ সমর্থকরা৷


কয়েকটি জায়গায় রাস্তায় আটকে পড়া সাধারণ মানুষকে বোঝানোরও চেষ্টা করতে দেখা যায় বনধ সমর্থকদের৷