অবশেষে তদন্তে প্রকাশ্যে এল, প্রতিবেশী সুরজ শেখই দেড়মাস ধরে ভূত সেজে এসব কাণ্ড ঘটাচ্ছিল। মহিলার অযিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ খাওয়াদাওয়া মিটিয়ে শুতে যাওয়ার সময় আচমকা ভেজানো দরজা ঠেলে ঢুকে পড়ে 'ভূতবেশী' সুরজ। অভিযোগ, মুখ চেপে ধরে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। স্ত্রীর চিত্কারে ঘুম ভেঙে যায় স্বামীর।