

*২৭ জানিয়ারি বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল কল্যাণী এআইআইএমএস (অল ইন্ডিয়া ইনস্টিউট অব মেডিক্যাল সায়েন্স)। শুরুতেই ৮টি বর্হিঃবিভাগ নিয়ে রোগী পরিষেবা চালু হল। সংগৃহীত ছবি।


*আপাতত প্রতিদিন ১০০ থেকে ২০০ রোগী দেখা হবে। কর্তৃপক্ষের আশা ২০২১ সালের এপ্রিল-মে মাসের মধ্যে আরও কয়েকটি বিভাগের বর্হিঃবিভাগ চালু করা যাবে। তবে ইনডোর পরিষেবা চালু করতে একটু দেরি হবে। এই বছরই শেষের দিকে চালু হতে পারে ইনডোর পরিষেবা। সংগৃহীত ছবি।


*কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠান শুরু হওয়ায় খুশী রোগী ও রোগীর পরিবার। নদিয়ার কল্যাণী শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠান এআইআইএমএস (AIIMS) তৈরি হয়েছে। সংগৃহীত ছবি।


*২০১৬ সালে ১৭৯.৮২ একর জমিতে কাজ শুরু হয় এআইআইএমএস (AIIMS) কল্যাণীর। নদিয়ার কল্যাণী মহকুমার বসন্তপুর মৌজায় জমি চিহ্নিত করেছিল রাজ্য সরকার। সেই জমিতে গড়ে উঠেছে এআইআইএমএস কল্যাণী। সংগৃহীত ছবি।