হোম » ছবি » পূর্ব মেদিনীপুর » কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

  • 19

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *আবহাওয়ার মুড সুইং-এ নাজেহাল পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ আর দুপুরের পর কালো মেঘ ঘনিয়ে এসে কালবৈশাখী, আর সঙ্গে ঝড়-বৃষ্টি। পর পর কয়েকদিন বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কম ছিল। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 29

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *২৩ মার্চ বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা বেড়েছে। ২৪ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়ল। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বেশি। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 39

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *আজ বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 49

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। এ দিন অর্থাৎ ২৪ মার্চ, শুক্রবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি।, যা স্বাভাবিক থেকে ২ ডিগ্রি বেশি। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 59

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। এ দিন দুপুরের দিঘায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 69

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এ দিন ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 79

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *এ দিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, দুপুরের পর ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হলদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 89

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কাঁথিতে মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 

    MORE
    GALLERIES

  • 99

    Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| কিছুক্ষণেই তোলপাড় হবে আবহাওয়া, প্রবল কালবৈশাখী-ঝড়বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়

    *পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা-সহ সর্বত্রই এ দিন দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এখনই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই নয়। এই সপ্তাহের শেষেও দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টি সম্ভাবনা। ফাইল ছবি।

    MORE
    GALLERIES