*চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। ৬ এপ্রিল বৃহস্পতিবার আরও বাড়ল তাপমাত্রা। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে বিকেলের দিকে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ডিগ্রি সেলসিয়াস। আজ ৬ এপ্রিল, বুধবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। যা স্বাভাবিক থেকে ৪ ডিগ্রি বেশি। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ২ ডিগ্রি বেশি। ফাইল ছবি।