

র বিধানসভা নির্বাচনে অন্যান্য আসনের মতো হটসিট না হলেও অনেকেরই নজর রয়েছে ঝাড়গ্রাম আসনটির দিকে। অনেকেই বলছেন, এই আসনে হবে ত্রিমুখী লড়াই। সাঁওতালি ছবির জনপ্রিয় অভিনেত্রী বীরবাহা হাঁসদাকে প্রার্থী করেছে তৃণমূল। আর তাঁর বিরুদ্ধে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীর নাম মধুজা সেন রায়। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মধুজাকে নিয়ে আশার আলো বাম শিবিরে। বিজেপি প্রার্থী করেছে সুখময় শতপথীকে। আর এরই মধ্যে মনোনয়ন জমা করে নিজের সম্পত্তির হিসেব দাখিল করেছেন মধুজা।


গত ৮ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন মধুজা। আর তাতে নিজের হলফনামায় মধুজা জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ৫০০ টাকা। তবে, ফিক্সড ডিপোজিট ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে ঝাড়গ্রামের বাম প্রার্থীর রয়েছে ৫ লক্ষ ৩৮ হাজার ১১টাকা।


বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনও বিনিয়োগ নেই বাম ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মধুজা। তবে জীবনবিমা এলআইসি-তে তাঁর আছে ৪ লক্ষ টাকা।


মধুজার দু'লক্ষ টাকা মূল্যের ৫০ গ্রাম সোনার গয়না রয়েছে। তবে, কোনও গাড়ি নেই তাঁর। ঝাড়গ্রামের সিপিএম প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির রয়েছে ১১ লক্ষ ৩৮ হাজার ১১ টাকার। কিন্তু তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই।