

বীরহাটা থেকে কার্জনগেট, তাঁর রোড শো-কে ঘিরে আরও একবার বিপুল উৎসাহ দেখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সারাদিনের কর্মসূচি সেরে সন্ধ্যেয় সাংবাদিক বৈঠকে তাঁর তাস সেই বাংলার সংস্কৃতিই।


তৃণমূল তাঁকে বহিরাগত বলছে। শনিবারই সৌগত রায় দ্ব্যার্থহীন ভাষায় তাঁর সাংস্কৃতিক বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের সভা থেকে। নড্ডা বলছেন, এক সংবিধান এক দেশ। তাঁর যুক্তি, তৃণমূল শাসিত বাংলার সংস্কৃতি তোলাবাজি আর কাটমানি। ডায়মন্ডহারবারের ঘটনা নিয়েও ক্ষুব্ধ নাড্ডা। এদিন বললেন,"সেদিন আমার উপর যে ফুল বর্ষিত হয়েছিল তাই কি বাংলার সংস্কৃতি।"


এদিনের সাংবাদিক সম্মেলনে সিএএ নিয়ে প্রশ্ন উঠলে নাড্ডা বলেন,"এটি মন্ত্রকের বিষয় আমি বলতে পারব না। তবে দায়বদ্ধতা নিয়ে আপনারা নিসংশয় থাকতে পারেন।"


বিজেপির ভোট যুদ্ধে একমাত্র অস্ত্র তৃণমূলের দুর্নীতি। কিন্তু তৃণমূল বিরোধিতা করে, তাদের আসন জেতাবে কেন সাধারণ মানুষ, কী প্রতিশ্রুতি দেবেন তারা? আদৌ তাদের কোনও সুদূরপ্রসারী ভাবনা আছে? নাড্ডার এক কথায় উত্তর অবশ্যই পরিকল্পনা আছে, যদিও কী পরিকল্পনা তা সুস্পষ্ট ভাষায় বললেন না তিনি।


তাঁর মতে অন্তত ৩০০ বিজেপি কর্মী খুন হয়েছে রাজ্যে। এমনকি তিনি গত ৯ ডিসেম্বর আসার পরেও বেশ কিছু বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে বলে দাবি করলেন নড্ডা।