

রাজ্যে পরিবর্তন রথ বের করেছে বিজেপি৷ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের নিয়ে পরিবর্তন যাত্রা করবে এই রথ৷ কটাক্ষ করে যাকে বিলাসবহুল হোটেল বলে কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক নজরে দেখে নেওয়া যাক বিজেপি-র সেই রথের ভিতর কী কী রয়েছে৷ Info and Pic- Venkateshwar Lahiri


একটি ছোট ট্রাকের মতো গাড়িতে তৈরি হয়েছে এই রথ৷ গাড়ির মাথায় নেতাদের দাঁড়ানোর জন্য জায়গা তৈরি করা হয়েছে৷ একই সঙ্গে রয়েছে একটি ছোট কেবিন৷Info and Pic- Venkateshwar Lahiri


ঝা চকচকে বাতানুকূস রথের ভিতরে দলীয় নেতাদের বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটি আরামদায়ক চেয়ার রয়েছে৷Info and Pic- Venkateshwar Lahiri


দীর্ঘ পথ পাড়ি দেবে রথ৷ তাই দলীয় নেতাদের জন্য রথের অন্দরসজ্জা যথাসম্ভব আরামদায়ক করা হয়েছে৷ পাতা রয়েছে কৃত্রিম ঘাসের কার্পেট৷Info and Pic- Venkateshwar Lahiri


রথে বসেই দলের নেতারা চাইলে টিভি-র পর্দাতেও চোখ রাখতে পারবেন৷ সেই জন্য রাখা আছে টেলিভিশন সেট৷Info and Pic- Venkateshwar Lahiri


শুধু বিশ্রামের জায়গাই নয়, রথের মধ্যে ছোট একটি বাথরুমও রাখা হয়েছে৷ Info and Pic- Venkateshwar Lahiri


রথের বাইরে একদিকে যেমন নরেন্দ্র মোদি, জে পি নাড্ডাদের ছবি আছে, সেরকমই দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে সদ্য দলে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরাও জায়গা পেয়েছেন৷Info and Pic- Venkateshwar Lahiri