Deputy Chief System Manager -এই পোস্টের জন্য প্রার্থীর পিএইচডি থাকতে হবে ৷ কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি,ইলেকট্রনিক্স-এর মধ্যে কোনও একটিতে পি এইচ ডি থাকতে হবে। প্রার্থীর মধ্যে সকলের সঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে।প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের কম ৷ এই পদের জন্য বেতন মিলবে -১,৩৯,৬০০-২,১১,৩০০।
এছাড়াও আরও কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে IIT খড়গপুর ৷ ইচ্ছুক প্রার্থীরা শীঘ্র করুন আবেদন ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ ৷ আবেদনের সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.iitkgp.ac.in ওয়েবসাইটে ৷ অনলাইনে আবেদনের সঙ্গে সঙ্গে আবেদনের একটি কপি প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপির সঙ্গে- Assistant register, Indian Institute of Technology, Kharagpur-721302, West Bengal, এই ঠিকানাতে পাঠাতে হবে।