আবার সেই মে মাস। আম্ফানের স্মৃতি উস্কে ভয় দেখাচ্ছে মোকা। আর মোকা-র ভয়ে ঝপ করে কমেছে আমের দাম।
মালদহে চাষিরা এখন সিঁদুরে মেঘ দেখছেন। মোকা আছড়ে পড়লে আম বাঁচানো যাবে না। আবার এখন পেড়ে নিলে আম কাঁচা থাকবে।
আম্ফানে ব্যাপক ক্ষতি হয়েছিল আমের। এবার এখনও আম পাকেনি। তবে মোকার ভয়ে চাষিদের একাংশ কার্বাইড দিয়ে আম পাকানোর চেষ্টা করছেন।
ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহে ১০০ টাকা কেজি হয়েছিল হিমসাগর আমের দাম। তার পর সেই দাম কমে হয় ৫০ টাকা কেজি।
একবার আম গাছ থেকে পড়ে গেলে তা বেশিদিন রাখা যাবে না। এদিকে কাচা আমের দাম সেভাবে পাওয়া যায় না। চাষিদের এখন উভয় সঙ্কট অবস্থা।
যদিও মোকার জন্য চলতি সপ্তাহে শহর ও শহরতলির বাজারে হিমসাগর ২০-৩০ টাকা কেজিও বিক্রি হয়েছে।
...