• দক্ষিণবঙ্গের বর্ষণ ভাগ্য একেবারেই সদয় হচ্ছে না ৷ নামমাত্র বৃষ্টি হলেও তাতে তেমন লাভ হচ্ছে না ৷
• উল্টে আরও বেড়ে যাচ্ছে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি ৷
• অন্য দিকে, প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ ৷ আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
• ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে ৷ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে ৷
• বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে ৷
• এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ৷
• হাওয়া অফিস সূত্রে খবর, বেলা বাড়তেই অস্বস্তি চরমে উঠবে ৷
• তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
...