

রাইস মিল অ্যাসোসিয়েশনের অন্যতম প্রভাবশালী কর্তার বিরুদ্ধে কয়েক শো কোটি টাকা কর ফাঁকির অভিযোগ৷ উত্তর ২৪ পরগনা ও হুগলির সাত জায়গায় বুধবার ও বৃহস্পতিবার রেড চলে৷ প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়৷ কর ফাঁকি দেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকার। তাই তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেতেই সেন্ট্রাল GST টিম এই রেড করে৷ Photo -Representative


এদিকে বিভিন্ন ক্ষেত্রে তদন্তের ফাঁস এবার টাইট করছে সরকারি সংস্থারা৷ কয়লাকাণ্ডে তদন্ত করতে নেমে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সিবিআই৷ লালার সিন্ডিকেট এর পাশাপাশি এবার বেশি জোর দেওয়া হচ্ছে সিস্টেমের ভেতরে থাকা সরকারি কর্মচারীদের গতিবিধির ওপর৷ Photo- File


কয়লা কাণ্ডে CBI -র ইন্টেলিজেন্স টিম এবার গ্রাউন্ড জিরোয় নেমে কয়লা পাচারের নেপথ্যে পৌঁছতে চাইছে. খাদানের লাইসেন্স দেওয়া থেকে খনন - উত্তোলন ও পাচার প্রতিক্ষেত্রেই সরকারি কর্মচারীদের ভূমিকা থাকত এমনটাই অভিযোগ৷ Photo- Representative


একদিকে লালার সিন্ডিকেট আর অন্যদিকে সরকারি কর্মচারীদের একটা দল একইসঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল বলে সন্দেহ৷ লালা পাচার প্ল্যান করত বাইরে থেকেই আর তা সিস্টেম এর ভেতরে থেকে করিয়ে দিত বিভিন্ন স্তরে থাকা সরকারি কর্মচারীরা৷ Photo- Representative


CBI তৃণমূল স্তরে এবার বুঝতে চাইছে সরকারি কর্মচারীদের ভূমিকা কোন পর্যায়ে ও কিভাবে থাকত৷ মানে লাইসেন্স ইস্যু, খনন কাজের জন্য ঠিকাদার ঠিক করা, খননের কাজ, দুর্গাপুর- আসানসোল- রানীগঞ্জ এ কয়লা খাদান এর লাইসেন্স পর্ব থেকে একেবারে কয়লা খাদানে খনন পর্যন্ত কিভাবে কাজ চলত দেখা হচ্ছে৷ নিয়ম অনুযায়ি কয়লা খাদান এ খননের জন্য লাইসেন্স থেকে খনন ও উত্তলন- যাবতীয় বিষয় কেন্দ্রের কয়লা মন্ত্রক৷ Photo- File-Input- Sukanta Mukherjee