

দ্বিগুণ হতে পারে রাজ্যের পুরোহিতদের সরকারি ভাতা৷ এ দিন বাঁকুড়ায় সরকারি সভা থেকে সেরকমই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷


বর্তমানে পুরোহিতদের মাসিক ১ হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার৷ সেই ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সরকারের খরচ বাঁচিয়ে এই ভাতার পরিমাণ বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷


বাঁকুড়ার খাতরার সভায় মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পুরোহিত হিসেবেই যাঁরা কাজ করেন, অনেক সময় তাঁদের উপার্জন থাকে না৷ সেই সমস্যার কথা মাথায় রেখেই ভাতা বৃদ্ধির কথা বিবেচনা করছে সরকার৷


যাঁরা শুধু পুরোহিত হিসেবেই কাজ করেন, তাঁদেরকে ভাতা পাওয়ার জন্য আবেদন জানাতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যের পুরোহিতদের ১ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷