হাওড়ার বাগনান ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা ৫০০ থেকে ৬০০ হেক্টর জমি জুড়ে গোলাপ ফুলের চাষ হয়ে থাকে। ব্লকের বাঁকুড়দহ, কামারদহ, কাঁটাপুকুর, বীরকূল, নাচক, জলপাই, বিরামপুর সহ বিভিন্ন এলাকার কয়েকশো হেক্টর জমিতে গোলাপ গাছে ফাঙ্গাস আক্রমণে শুকিয়ে যাচ্ছে গোলাপ ফুল। (Fungus on Rose) (ছবি ও রিপোর্ট- সন্তু মালিক)