জু অথরিটির অনুমতির পাওয়ার পরই বাঘ, সিংহ, জেব্রার মতো প্রাণীদের আনা হবে চিড়িয়াখানায়। সঙ্গে ছোট একটি রেস্তোরাঁ তৈরির পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
জু অথরিটির অনুমতির পাওয়ার পরই বাঘ, সিংহ, জেব্রার মতো প্রাণীদের আনা হবে চিড়িয়াখানায়। সঙ্গে ছোট একটি রেস্তোরাঁ তৈরির পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। তথ্য- সুজিত ভৌমিক
গত কয়েক বছরে দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির। নিউ দিঘা স্টেশন লাগোয়া ভোগীব্রহ্মপুর মৌজায় বিস্তীর্ণ বালিয়াড়ির উপরে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। উচ্চতাও হবে পুরীর মন্দিরের সমান।তথ্য- সুজিত ভৌমিক