অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ষা ঢুকছে রাজ্যে৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ৷ তার জেরেই রাজ্যে ঢুকবে মৌসুমী বায়ু৷ আগামিকাল থেকে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি৷ তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বিপদের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ ২০ ও ২১ জন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷