• বাংলায় বর্ষা আসতে আরও বিলম্ব হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। • কেরলে ১ জুনের পরিবর্তে ৮ জুন ঢুকেছে মৌসুমি বায়ু। • আরও ৮দিন পর ১৬-১৭ জুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। • কিন্তু বাধ সেঁধেছে আরবসাগরের নিম্নচাপ। নিম্নচাপ অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। • অন্যদিকে মৌসুমী বায়ুর গতি শ্লথ। মৌসুমী বায়ুর অন্য শাখা মিজোরাম আর মণিপুরে ঢুকেছে। • অসম হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৭ দিনের মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আধিকর্তা গনেশ কুমার দাস ৷