Home » Photo » south-bengal » Purba Mediniipore News: একই অঙ্গীকার করলেন পরিবারের পঞ্চাশ জন! নজির গড়ল মহিষাদলের মহাপাত্র পরিবার
Purba Mediniipore News: একই অঙ্গীকার করলেন পরিবারের পঞ্চাশ জন! নজির গড়ল মহিষাদলের মহাপাত্র পরিবার
সমাজ থেকে শুধু নেওয়া নয়, সমাজের জন্য কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই তাদের এই এগিয়ে আসা বলে মহাপাত্র পরিবারের সদস্য সদস্যারা জানিয়েছেন (Purba Mediniipore News)।
এ এক অন্য নজির! মরণোত্তর দেহ ও চক্ষুদানের অঙ্গীকার পত্রে একইসঙ্গে সই করলেন একই পরিবারের ৫০ জন সদস্য! একই পরিবারের ৫০ জন সদস্য সদস্যা মরণোত্তর দেহ ও চক্ষুদানের অঙ্গীকার করে নজির গড়লেন। Info and Photo- Sujit Bhoumik
2/ 5
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সৌমেন গজেন্দ্র মহাপাত্রের উদ্যোগে তাঁর পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজন মিলে ৫০ জন দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার পত্রে সাক্ষর করেছেন।
3/ 5
শনিবার স্থানীয় এক সেচ্ছাসেবী সহযোগিতায় মরণোত্তর দেহদান ও চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন সৌমেন গজেন্দ্র মহাপাত্রের পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
4/ 5
সমাজ থেকে শুধু নেওয়া নয়, সমাজের জন্য কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই তাদের এই এগিয়ে আসা বলে মহাপাত্র পরিবারের সদস্য সদস্যারা জানিয়েছেন।
5/ 5
এ দিন নিেজদের বাড়িতেই বিশেষ শিবির করে দেহ ও চক্ষুদানের অঙ্গীকারপত্রে সই করেন মহাপাত্র পরিবারের সদস্যরা৷ পরিবারের সদস্যদের আশা, তাঁদের দেখাদেখি আরও অনেকে দেহ ও চক্ষুদানে এগিয়ে আসবেন৷