পুত্রশোক ভুলে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর (Haldia Unique Marriage)। বিধবা বউমাকে নিজের কন্যারত্ন মনে করে কন্যা সম্প্রদানও করলেন স্বয়ং শ্বশুর। হলদিয়ার (Haldia)বাসিন্দা নকুল ঘাঁটির এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকেই। দুঃখের মাঝেও খুশির ঝিলিক বউমা শুভ্রার চোখেমুখে। Info and Photo- Sujit Bhoumik
আজ থেকে দু' বছর আগে হলদিয়ার বাসিন্দা নকুল ঘাঁটির বিবাহিত পুত্র অর্ণবের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপর থেকেই স্বামীহারা অর্ণবের বিধবা স্ত্রী শুভ্রার জীবন দুঃসহ হয়ে ওঠে। বউমার সেই যন্ত্রণার জীবন দেখে কষ্ট পাচ্ছিলেন শ্বশুর বিজ্ঞান কর্মী হলদিয়ার নকুল ঘাঁটি। এর পরেই নিজের পুত্রবধূ শুভ্রার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ Info and Photo- Sujit Bhoumik