

কেউ এনেছেন ক্ষেতে ফলানো বিশাল কুমড়ো, কেউ আবার এনেছেন টাটকা ফুলকপি, লাউ৷ আবার কারও ঝুড়িতে ক্ষেত তুলে আনা কচি পালন শাক, মুলো! বিজেপি সভাপতি জে পি নাড্ডার জন্য এমনই উপহার নিয়ে হাজির কাটোয়ার বিভিন্ন গ্রামের কৃষকরা৷ (Info and Photo-Arnab Hazra)


আজ, শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ রাজ্যের শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলাকে বেছে নেওয়ার মূল কারণই কৃষকদের সঙ্গে জনসংযোগ তৈরি করা৷ (Info and Photo-Arnab Hazra)


জে পি নাড্ডার জন্য টাটকা ফসল উপহার হিসেবে নিয়ে আসা কৃষকরা জানাচ্ছেন, জৈব সার দিয়ে এই ফসল ফলিয়েছেন তাঁরা৷ বিজেপি সভাপতিকে ক্ষেতের ফসল তুলে দেওয়ার পাশাপাশি নিজেদের সমস্যার কথাও জানাতে চান কৃষকরা৷ ফসলের যথাযথ দাম না পাওয়া, অতিরিক্ত ফলন হলে ফসল বিক্রির অসুবিধার কথাও বিজেপি সভাপতিকে জানাতে চান এই কৃষকরা৷ (Info and Photo-Arnab Hazra)


কাটোয়ার জগদানন্দপুর গ্রামে যাবেন বিজেপি সভাপতি৷ সেখানে কৃষক সুরক্ষা গ্রাম সভায় অংশ নেবেন তিনি৷ মূল উদ্দেশ্যই হবে কেন্দ্রের নয়া কৃষি আইনের সুফল কৃষকদের বোঝানো৷ রাজ্যের নীতির জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য থেকেও যে কৃষকরা বঞ্চিত হচ্ছেন, তাও তুলে ধরবেন জে পি নাড্ডা৷ (Info and Photo-Arnab Hazra)কাটোয়ার জগদানন্দপুর গ্রামে যাবেন বিজেপি সভাপতি৷ সেখানে কৃষক সুরক্ষা গ্রাম সভায় অংশ নেবেন তিনি৷ মূল উদ্দেশ্যই হবে কেন্দ্রের নয়া কৃষি আইনের সুফল কৃষকদের বোঝানো৷ রাজ্যের নীতির জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য থেকেও যে কৃষকরা বঞ্চিত হচ্ছেন, তাও তুলে ধরবেন জে পি নাড্ডা৷ (Info and Photo-Arnab Hazra)


ওই গ্রাম থেকেই এ দিন আনুষ্ঠানিক ভাবে এক মুঠো চাল কর্মসূচির সূচনা করবেন বিজেপি সভাপতি৷ পাঁচটি কৃষক পরিবারের থেকে প্রতীকী চাল সংগ্রহ করবেন তিনি৷ তার পর গোটা রাজ্যে এই কর্মসূচি চালু হবে৷ (Info and Photo-Arnab Hazra)File Photo