

কখনও অমিত শাহ, কখনও জে পি নাড্ডা৷ বিজেপি-র হেভিওয়েট নেতারা রাজ্যে এসে কোনও কৃষক, কখনও বাউল শিল্পীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারছেন৷ নতুন এই রাজনৈতিক কৈশলের সঙ্গে পরিচিত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি৷ যদিও যাঁদের বাড়িতে তাঁরা আসছেন, হতদরিদ্র সেই পরিবারের সদস্যরা অনেক সময়ই অভিযোগ করেছেন, নিজেদের সমস্যার কথাই ভিআইপি অতিথিকে বলার সুযোগ পাননি তাঁরা৷ (Info-Sukanta Mukherjee, Photo-ANI)


শনিবারও বিজেপি সভাপতি জে পি নাড্ডা মধ্যাহ্নভোজ সারার জন্য কাটোয়ার জগদানন্দপুরের মুস্থূলি গ্রামের কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন৷ সকাল থেকেই সাজো সাজো রব ছিল মথুরা মণ্ডলের পরিবারে৷ সামান্য জমিতে চাষ করেই আট জনের সংসার চালান এই কৃষক৷(Info-Sukanta Mukherjee, Photo-ANI)


জে পি নাড্ডার জন্য ভাত, সব্জি দিয়ে মুগের ডাল, শাক ভাজা, সর্ষে ফুলের বড়া, পটল ভাজা, কাটোয়ার স্পেশ্যাল বেগুনি, ফুলকপি আলুর তরকারি, পাঁচমেশালি তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, খেজুর গুড়ের পায়েস, মিষ্টির আয়োজন করেছিল মণ্ডল পরিবার৷ তার জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মথুরা মণ্ডলের স্ত্রী সহ অন্যান্যরা৷Info and Photo-Sukanta Mukherjee)


জে পি নাড্ডাকে স্বাগত জানাতে মথুরা মণ্ডলের বাড়ি আলপনা দিয়ে সাজানো হয়েছিল৷Info and Photo-Sukanta Mukherjee)


মথুরা মণ্ডলের স্ত্রী মানবী মণ্ডল বলেন, 'ওনার সঙ্গে সেভাবে কথা বলার সুযোগ হয়নি৷ কিন্তু ওনার মতো এত বড় মানুষ আমাদের বাড়িতে এলেন, তৃপ্তি করে খেয়েছেন, এতেই আমরা খুব খুশি৷'(Info-Sukanta Mukherjee, Photo-ANI)


শুধু মধ্যাহ্নভোজ সারাই নয়, এ দিন একটি কৃষক পরিবারের বাড়িতে থাকা গরুদের খাইয়ে গোমাতার সেবা করে যান বিজেপি সভাপতি৷(Info-Sukanta Mukherjee, Photo-ANI)