শুধু কি ডেঙ্গি তা নয় ডেঙ্গুর পাশাপাশি ছাত্র আক্রান্ত ছিল করোনাতেও, রাজ্যে এই প্রথম কোন রোগীর মৃত্যু হল যে কিনা একসঙ্গে দুটি মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত | অবশ্য ছাত্রের মৃত্যুর পর তার শরীরে করোনার উপস্থিতির প্রমান পাওয়া যায় | সায়ন্তনের মৃত্যুর পর তার দেহ তুলে দেওয়া হয়েছিল দেহ, পরিবার সন্তানের দেহ সৎকার করার পর মঙ্গলবার জানা যায় সায়ন্তনের শরীরে বাসা বেঁধেছিলো করোনা, যার ফলে সমস্যায় সায়ন্তণের শেষকৃত্যে সামিল হওয়া মানুষজন এমনকি পরিবারের লোকেরাও | Photo- File
সায়ন্তনের পরিবার জানিয়েছে সায়ন্তন হাওড়ার মুরগিহাটায় তার দিদিমার কাছেই থাকতো, গত মঙ্গলবার তার জর আসে, তখন সে কিংস রোডের বাড়িতে চলে আসে | শুরু হয় চিকৎসা, শুক্রবার শারীরিক অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে | সেখানেই তার রক্তে মেলে ডেঙ্গির জীবানু, এমনকি রবিবার ২৬ জুলাই মৃত্যু হয় সায়ন্তনের | সায়ন্তন ছোট থেকে ছিল মেধাবী ছাত্র , বেসরকারি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতো সে, পরের বছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ছিল তার| একান্তে পড়াশোনা ও দিদিমা এক থাকায় সে দিদিমার কাছেই থাকত |