হোম » ছবি » দক্ষিণবঙ্গ » করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর

করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর মর্মান্তিক খবর

  • Bangla Editor

  • 14

    করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর মর্মান্তিক খবর

    করোনা সংক্রমণে মৃত্যু মিছিল অব্যহত হাওড়াতে তারই মধ্যে এবার দোসর ডেঙ্গি | এই বছর রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যু হলো হাওড়ার এক ছাত্রের | উত্তর হাওড়ার কিংস রোডের বাসিন্দা বছর সতেরোর সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আতঙ্কে হাওড়াবাসী | Photo- File

    MORE
    GALLERIES

  • 24

    করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর মর্মান্তিক খবর

    শুধু কি ডেঙ্গি তা নয় ডেঙ্গুর পাশাপাশি ছাত্র আক্রান্ত ছিল করোনাতেও, রাজ্যে এই প্রথম কোন রোগীর মৃত্যু হল যে কিনা একসঙ্গে দুটি মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত | অবশ্য ছাত্রের মৃত্যুর পর তার শরীরে করোনার উপস্থিতির প্রমান পাওয়া যায় | সায়ন্তনের মৃত্যুর পর তার দেহ তুলে দেওয়া হয়েছিল দেহ, পরিবার সন্তানের দেহ সৎকার করার পর মঙ্গলবার জানা যায় সায়ন্তনের শরীরে বাসা বেঁধেছিলো করোনা, যার ফলে সমস্যায় সায়ন্তণের শেষকৃত্যে সামিল হওয়া মানুষজন এমনকি পরিবারের লোকেরাও | Photo- File

    MORE
    GALLERIES

  • 34

    করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর মর্মান্তিক খবর

    সায়ন্তনের পরিবার জানিয়েছে সায়ন্তন হাওড়ার মুরগিহাটায় তার দিদিমার কাছেই থাকতো, গত মঙ্গলবার তার জর আসে, তখন সে কিংস রোডের বাড়িতে চলে আসে | শুরু হয় চিকৎসা, শুক্রবার শারীরিক অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে | সেখানেই তার রক্তে মেলে ডেঙ্গির জীবানু, এমনকি রবিবার ২৬ জুলাই মৃত্যু হয় সায়ন্তনের | সায়ন্তন ছোট থেকে ছিল মেধাবী ছাত্র , বেসরকারি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতো সে, পরের বছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ছিল তার| একান্তে পড়াশোনা ও দিদিমা এক থাকায় সে দিদিমার কাছেই থাকত |

    MORE
    GALLERIES

  • 44

    করোনা মৃত্যু মিছিলে এবার দোসর ডেঙ্গি, সামনে এল রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যুর মর্মান্তিক খবর

    সন্তানের মৃত্যুর পর গোটা পরিবার ও প্রতিবেশীদের দাবি, একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গির আতঙ্কে জর্জরিত | হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে আগামীকাল সায়ন্তন যেখানে থাকত সেই এলাকা স্যানেটাইজেশন ও ডেঙ্গি নিধন মোকাবিলায় কর্মী নামানো হবে | Input -Debasish Chakraborty

    MORE
    GALLERIES