এবারের দুর্গাপুজোতেও করোনাভাইরাসের (Coronavirus India) ভ্রুকুটি রয়েছে। এখনও করোনার তৃতীয় ঢেউয়ের (Coronavirus 3rd Wave) আশঙ্কা রয়েছে দেশজুড়ে। ফলে বাংলার সবচেয়ে বড় উৎসবের আগে দুশ্চিন্তা কাটছে না কুমোরটুলির দুর্গামূর্তি (Durga Puja 2021) নির্মাণকারীদের। তবের এরই মধ্যে আশার আলো। সাড়ে ৭ ফুটের দুর্গা মূর্তি। সঙ্গে গণেশ, হনুমানজি, মহাদেব, রামচন্দ্র একসঙ্গে পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে। সেখানকার ভারত সেবাশ্রম সঙ্ঘে।
তারপর চাকদহ শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিজের বাড়িতেই একটা স্টুডিও খুলে বসেন। এবং সেখানেই বিভিন্ন ধাতু, পাথর, ফাইবার ইত্যাদি দিয়ে শুরু করেন নানান রকম মূর্তি তৈরি করা। শুরুর প্রথম দিকে ততটা জনপ্রিয় না হলেও এখন তার মূর্তির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। বর্তমানে তার মূর্তি বিদেশেও মডেল রূপে শোভা পায়।
অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ তথা প্রশান্ত মহাসাগরে তীরবর্তী একটি ছোট দেশ ফিজি। এবার তার তৈরি ফাইবারের দুর্গামূর্তি পাড়ি দেবে সেই দেশে। এতো বড় মূর্তি আকাশ পথে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জলপথ এই জাহাজে করে পাড়ি দেবে। সময় লাগবে প্রায় দুমাস। একটি একচালার সাড়ে সাত ফুট দূর্গা মূর্তির সাথে যাচ্ছে একটি বড় শিব মূর্তি সাথে আরেকটি বজরংবলীর মূর্তি।
এই মূর্তিগুলি সেখানকার ভারত সেবাশ্রম সংঘের পূজো হবে বলে জানা যাচ্ছে। কদিন আগেই তার মূর্তি বানানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন অনুপ বাবু। যাতে জাহাজে নিয়ে যেতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য শুরু হয়ে গেছে প্রতিমা বাঁধার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাহাজে করে পাড়ি দেবে ফিজির উদ্দেশ্যে