সকাল থেকে বৃষ্টি, মাঝেমধ্যে মেঘের ফাঁক দিয়ে সূর্য্য উঁকি মারলেও বেশির ভাগ সময়ই আকাশের মুখ ভার৷ চৈত্র মাসে এমনই অচেনা রূপ দিঘার! আবহাওয়া দেখে বর্ষাকাল বলেও ভুল হতে পারে৷ তথ্য ও ছবি- সুজিত ভৌমিক
2/ 6
শুধু দিঘা নয়, এ দিন সকাল থেকে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই আকাশের মুখ ভার৷ সঙ্গে চলছে বৃষ্টি, মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়াও৷
3/ 6
স্বভাবতই দিঘায় বেড়াতে এসে আবহাওয়ার এমন রূপ দেখে অবাক পর্যটকরা৷ও৷ তবে মনোরম আবহাওয়া উপভোগও করছেন তাঁরা৷
4/ 6
যদিও বৃষ্টির কারণে সকালের দিকে পর্যটকদের হোটেলে বন্দি হয়েই থাকতে হয়েছিল৷ বেলা বাড়তে অবশ্য ধীরে ধীরে সমুদ্রের পাড়ে ভিড় বাড়ছে৷
5/ 6
আবহাওয়া দফতর এ দিন সকালেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে
6/ 6
তবে আজ প্রথম নয়, গত কয়েকদিন ধরেই দিঘায় এমন আবহাওয়া রয়েছে৷ সাধারণত গরমে পড়লে দিঘায় পর্যটক সংখ্যা কমে, কিন্তু আবহাওয়া মনোরম থাকায় সপ্তাহান্তেও অনেকে দিঘায় বেড়াতে এসেছেন৷
Digha: চৈত্র মাসে দিঘার এ কী রূপ, সকাল থেকে ফাঁকা সৈকত! বেড়াতে এসে অবাক পর্যটকরাও
সকাল থেকে বৃষ্টি, মাঝেমধ্যে মেঘের ফাঁক দিয়ে সূর্য্য উঁকি মারলেও বেশির ভাগ সময়ই আকাশের মুখ ভার৷ চৈত্র মাসে এমনই অচেনা রূপ দিঘার! আবহাওয়া দেখে বর্ষাকাল বলেও ভুল হতে পারে৷ তথ্য ও ছবি- সুজিত ভৌমিক
Digha: চৈত্র মাসে দিঘার এ কী রূপ, সকাল থেকে ফাঁকা সৈকত! বেড়াতে এসে অবাক পর্যটকরাও
আবহাওয়া দফতর এ দিন সকালেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে
Digha: চৈত্র মাসে দিঘার এ কী রূপ, সকাল থেকে ফাঁকা সৈকত! বেড়াতে এসে অবাক পর্যটকরাও
তবে আজ প্রথম নয়, গত কয়েকদিন ধরেই দিঘায় এমন আবহাওয়া রয়েছে৷ সাধারণত গরমে পড়লে দিঘায় পর্যটক সংখ্যা কমে, কিন্তু আবহাওয়া মনোরম থাকায় সপ্তাহান্তেও অনেকে দিঘায় বেড়াতে এসেছেন৷