বিগত দুই বছর করোনার প্রকোপ থেকে কিছুটা মুক্তি পেয়ে ফের দৈনন্দিন জীবনে গা ভাসিয়েছে বাঙালি। বৃষ্টি ও কালবৈশাখীর ফলে আবহাওয়ায় গরমের দাপটও সামান্য হালকা হয়েছে। তাই বাঙালি বেড়ানোতে মন দিয়েছে।
2/ 5
অল্প সময়ে বেড়াতে যাওয়ার জন্য বাঙালির কাছে সবার আগে উঠে আসে দিঘার নাম। আজও দক্ষিণ বঙ্গে বৃষ্টির ফলে আবহাওয়া ছিল মনোরম। আর এই গরমে সৈকতে বসে থাকার আনন্দই আলাদা।
3/ 5
তাই দিঘার সৈকত জুড়ে আজ পর্যটকদের থিকথিকে ভিড় দেখা গেল। দিঘার সামনে দোকান, ছোট খাটো স্টল, বসার জায়গা সর্বত্রই আজ মানুষের ঢল।
4/ 5
পর্যটকদের কথায়, এরকম ভিড়ে ঠাসা দিঘা সচরাচর দেখা যায় না।
5/ 5
সমুদ্রের ওপর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস গায়ে মেখে নিতে সি বিচের ধারে বসে আছে সবাই। আলোয় ঝলমল করছে সৈকত নগরী