‘রবীন্দ্রনাথের অবমাননা কিছুতেই মেনে নেব না’, অমিত শাহের পাল্টা বোলপুরে রোড শো করবেন তৃণমূলনেত্রী
একুশে লালমাটিতে পদ্ম ফোটাতে মরিয়া পদ্ম। বীরভূমে জমি ছাড়তে নারাজ তৃণমূলও। কুরুক্ষেত্রের আগে পারদ তুঙ্গে। মমতার নিশানায় অমিত শাহ। বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে কোনওরকম অবমাননা সহ্য করব না ৷


বোলপুরে ভোটের বোল। শাহের পাল্টা মমতার র্যালি ৷ ২৮ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক। ২৯ ডিসেম্বর তৃণমূল সুপ্রিমো হাঁটবেন মিছিলে ৷ অমিত শাহের মিছিলের দিনই খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে অনুব্রত বলেছিলেন, ‘দিদি বললে ২৪ ঘণ্টার নোটিশে আড়াই লক্ষ ভূমিপুত্র হাজির করব মিছিলে ৷’ তথ্য সোমরাজ বন্দ্যোপাধ্যায়


রবিবার বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। এবার বীরভূমে শক্তি প্রদর্শন জোড়াফুল শিবিরের ৷ কলকাতার রাস্তা নয়, বোলপুরে র্যালি করবেন তৃণমূলেত্রী। ২৮ ডিসেম্বর বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ পরেরদিন ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ৷ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, ‘মমতার র্যালিতে আড়াই লক্ষ মানুষ আসবে ৷’ তথ্য সোমরাজ বন্দ্যোপাধ্যায়


লালমাটির দেশে শিল্পী বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। ওই বাউলও কি মমতার র্যালিতে? অনুব্রতর কথায় তেমনই ইঙ্গিত। অনুব্রত জানিয়েছেন, মিছিলে অনেক বাউল অংশ নেবেন ৷ বাসুদেব বাউলও আসতে পারেন ৷


একুশের লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে। একদিকে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষে বিজেপির থেকে কে? রবিবার অমিত শাহের মুখে শোনা গিয়েছে ভূমিপুত্রের কথা। সোমবার মমতা জানালেন তিনিও যাচ্ছেন বীরভূমে।


মমতার নিশানায় অমিত শাহ। বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে কোনওরকম অবমাননা সহ্য করব না ৷ ওনাদের আগে পড়াশুনা করে আসতে বলুন ৷ গোটা দুনিয়া রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে সেলাম করে ৷ বাংলার মণীষীদের আন্তর্জাতিক খ্যাতি আছে। ওদের সাহস হয় কী করে তা নিয়ে খেলা করার ৷ ’


বিতর্কের শুরু শাহের ছবির নীচে কবিগুরুর ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করছে। এই অভিযোগে বারবার সরব তৃণমূল। রবিবার সেই রবি তীর্থেই শাহ। 28 ডিসেম্বর রবি ভূমিতে যাওয়ার আগে মমতা ফের এই প্রসঙ্গে সুর চড়ালেন। একুশে লালমাটিতে পদ্ম ফোটাতে মরিয়া পদ্ম। বীরভূমে জমি ছাড়তে নারাজ তৃণমূলও। কুরুক্ষেত্রের আগে পারদ তুঙ্গে।