• জমিয়ে ব্যাট করছে শীত ৷ উত্তরবঙ্গে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে ৷ বহু বছর পর দার্জিলিংয়েও তুষারপাত হচ্ছে ৷ জমিয়ে সেই সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা ৷
2/ 7
• অন্যদিকে সারা দক্ষিণবঙ্গেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে ৷ এর জেরে আরও নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৷ কোথাও -১ ডিগ্রি সেলসিয়াস, কোথাও -৩.৫, কোথাও বা ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে ইনিংস খেলছে শীত ৷ এক নজরে দেখে নিন, রাজ্যের কোথায় কত তাপমাত্রা ৷
3/ 7
• আসানসোলে তাপমাত্রা ৮.৭, হুগলিতে ৯, বাঁকুড়াতে ৮.৯, ব্যারাকপুরে ৭.১ ডিগ্রি সেলসিয়াস ৷
4/ 7
• বহরমপুরে ৮.৪, বর্ধমান ৭.৮, ক্যানিং ৮, কাঁথির তাপমাত্রা ৮, ডায়মন্ড হারবারের তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস ৷
5/ 7
• দীঘার তাপমাত্রা ৮.৯, হলদিয়ার তাপমাত্রা ১০.৫, কলাইকুন্ডায় ৬.৩, কলকাতার তাপমাত্রা ১০.৬, দমদম ৮.৭, কৃষ্ণনগর ও মেদিনীপুরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ৷
6/ 7
• ঠাণ্ডায় কাঁপছে পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনও ৷ এখানকার তাপমাত্রা যথাক্রমে ৮৭.৫, ৭, ৬.৭ ডিগ্রি সেলসিয়াস ৷
7/ 7
• বালুরঘাট ১০.৫, কোচবিহার ৫.৭, দার্জিলিং -১, কালিম্পং ৩.৫, জলপাইগুড়ি ৬.৮, মালদার তাপমাত্রা ১১.১, শিলিগুড়ি ৫.৫ ডিগ্রি সেলসিয়াস ৷