মালদহ: বর্ষার মুখে নদীকে মূলস্রোতে ফেরাতে উদ্যোগ। মালদহের চাঁচলে মরা মহানন্দা নদীর সংস্কার শুরু। নদীর পারের অবৈধ জবরদখল এবং নদীকে জঞ্জালমুক্ত করতে শুরু হলো খননকাজ। মহকুমা ও ব্লক প্রশাসনের উদ্যোগে লাগাতার অভিযান চাঁচলে। মালদহের মহকুমা শহর চাঁচলের মূল নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদীর উপর নির্ভর। কিন্তু, বেশ কিছুদিন ধরেই নদীপথ আটকে গড়ে উঠেছিল অবৈধ জবরদখল। বসতি বাড়ি, দোকান ঘর থেকে বাগান পর্যন্ত নদীবক্ষে করে ফেলেছিলেন অনেকে। দিনে দিনে বাড়ছিল জবর দখলকারীর সংখ্যা ।
এরফলে বাঁধাপ্রাপ্ত হচ্ছিল নদীর গতিপথ। জল নিকাশি সমস্যা তৈরি হয়েছিল শহরে। দিনকয়েক আগে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয় চাঁচোল শহর। সেই সময় মরা মহানন্দা নদীর মুখ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আরও প্রকট হয়। দীর্ঘক্ষন জলবন্দী হয়ে থাকে শহরের বিস্তীর্ন এলাকা । নাজেহাল হন চাঁচল শহরবাসী । এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। মরা মহানন্দার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় । শেষ পর্যন্ত জেসিবি সঙ্গে নিয়ে অভিযানে নামে প্রশাসন ও পুলিশ। নেতৃত্বে ছিলেন চাঁচোলের মহকুমা শাসক সঞ্জয় পাল, চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য্য।
হাজির ছিলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। সংস্কারের সময় কিছু এলাকায় প্রশাসনকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। অনেকে দাবি করেন, তাঁদের নির্মান বৈধ্য । যদিও প্রশাসন তাতে আমল দেয়নি। পুলিশের উপস্থিতিতে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয় প্রশাসন। এরপর কার্যত নির্বিঘ্নেই চলে নদীর গতিপথ সংস্কারের কাজ।
তবে, নদীপারের অধিকাংশ বাসিন্দা এবং ব্যবসায়ী মরা মহানন্দার সংস্কার কাজে সাহায্য করেছেন বলে জানান মহকুমা শাসক। প্রশাসন কাউকে উচ্ছেদ চায় না। কিন্ত, বৃহত্তর স্বার্থে জবরদখলকারীদের সরে যেতেই হবে বলে জানান স্থানীয় বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। এদিকে সাধারণ বাসিন্দারা প্রশাসনের উদ্যোগে খুশি। মহানন্দা নদীর সংস্কার কাজ শেষ হলে চাঁচোল শহরের জল নিকাশের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী স্থানীয়রা। Input- Sebak DebSarma