

সাধারণত দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক সকাল ১০ টায় কাজ শুরু করে থাকে ৷ ব্যাঙ্ক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকে (Working Hours) ৷ তাবে টাকা পয়সার লেনদেন দুপুর পর্যন্তই হয়ে থাকে ৷ এই সময়ের আগে বা পড়ে আপনার কোনও জরুরি কাজ থাকলেও কিছু করার থাকে না ৷ কিন্তু আগামী দিনে আর এই সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের ৷ কারণ আগামী মাস অথার্ৎ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের টাইম টেবল ৷ এবার থেকে ১০টার বদলে সকাল ৯টায় খুলবে ব্যাঙ্ক ৷ নতুন টাইম আগামী মাস থেকে লাগু করা হবে ৷


অর্থ মন্ত্রালয়ের ব্যাঙ্কিং বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে সমস্ত সরকারি ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক সকাল ৯ টা থেকে খুলে যাবে ৷ দেশজুড়ে এক সময়ে সমস্ত ব্যাঙ্ক খুলবে বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুন মাসে বৈঠক করে ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাঙ্কের শাখা গ্রাহকদের সুবিধা হিসেবে খুলতে হবে ৷ এর জেরে ব্যাঙ্কের শাখা খোলার সময় বদলানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ৷


নতুন টাইম টেবল হিসেবে ব্যাঙ্ক খোলার জন্য তিনটি বিকল্প দেওয়া হয়েছে ৷ একটি সকাল ৯টা থেকে দুপুর ৩ পর্যন্ত ৷ দ্বিতীয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৷ এবং তৃতীয় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৷ এই সিদ্ধান্ত সমস্ত সরকারি ও গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে লাগু করা হবে ৷


যে সমস্ত জায়গায় গ্রাহকরা দেরিতে পরিষেবা চায় সেই সমস্ত এলাকায় ১০টা বা ১১টা থেকে ব্যাঙ্কিং পরিষেবা শুরু হবে ৷