

# বর্ধমান: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখনও বাকি। তার আগেই রবিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলায় রুট মার্চ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। রবিবার সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে সেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু হয়ে যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এরপর জেলার রায়না,খণ্ডঘোষ সহ সব এলাকাতেই টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচনের আগে বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কয়েকদিন পর কেন্দ্রীয় বাহিনী আসতে দেখেছে বাসিন্দারা। কিন্তু ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর ঢুকে পড়া এবং রুট মার্চ শুরু করে দেওয়া আগে দেখা যায়নি।


জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,রবিবার সকাল ন'টা নাগাদ বর্ধমানের কার্জন গেট থেকে কেন্দ্রীয় বাহিনী এই রুট মার্চ শুরু করবে। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় জানান, মূলত জেলার বাসিন্দাদের মনোবল চাঙ্গা করতেই এই রুট মার্চের কর্মসূচি রবিবার জেলা জেলাশাসক মহম্মদ এনাউর রহমান ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এবারের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে শুরু হবে।


শনিবার এ রাজ্যে প্রথম দফায় বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বাঁকুড়া ও বীরভূম জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কাশ্মীর থেকে বিশেষ ট্রেনে বর্ধমান এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমানের জন্য আসা এই কেন্দ্রীয় বাহিনীকে বর্ধমানের বিবেকানন্দ কলেজে রাখার ব্যবস্থা করা হয়েছে।


এদিনই খণ্ডঘোষ ও রায়নায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের পরিকল্পনা তৈরি করে রেখেছিল জেলা প্রশাসন। কিন্তু দীর্ঘ রেল যাত্রার ধকলের জন্য এদিন বিশ্রাম নেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। রবিবার থেকেই তাদের রুট মার্চ শুরু হয়ে যাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলার স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে সেই সব জায়গায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।Input-Saradindu Ghosh