

রাজ্য রাজনীতির আগে ফের সরগরম নন্দীগ্রাম৷ লাল, সবুজের পর এবার গেরুয়া পতাকার দাপট বাড়ছে নন্দীগ্রামে৷ সৌজন্যে শুভেন্দু অধিকারী৷ নিজের গড় নন্দীগ্রামে আজ ১ লক্ষ মানুষের জমায়েত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু৷ শুধু তাই নয়, নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূল ভেঙে বিজেপি-তে বড়সড় যোগদান অনুষ্ঠানও করবেন শুভেন্দু৷ বিজেপি যোগদানের পর এটাই নন্দীগ্রামে শুভেন্দুর প্রথম বড় জনসভা৷ (Photo and Info-Venkateshwar Lahiri)


নন্দীগ্রামে বিজেপি-র দাপট বাড়ছে৷ বিজেপি-র সভা উপলক্ষে গোটা নন্দীগ্রাম গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে৷ বিজেপি নেতাদের স্বাগত জানাতে তৈরি হয়েছে বড় বড় তোরণ৷ মাত্র বছরখানেক আগেও হয়তো নন্দীগ্রামের মাটিতে যে ছবি কল্পনাও করা যেত না৷ (Photo and Info-Abir Ghosal)


২০০৭ সাল থেকে বাম সরকারের বিরুদ্ধে ভূমি আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ সেই আন্দোলনে যাঁরা শহিদ হয়েছিলেন, সেই শহিদ পরিবারের অনেক সদস্যও এ দিন শুভেন্দুর সভায় উপস্থিত হয়েছেন৷ যা তৃণমূলের কাছে বড় ধাক্কা৷ (Photo and Info-Abir Ghosal)


নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-এর ১৭টি ব্লক মিলিয়ে এই সভা হওয়ার কথা৷ প্রতিটি ব্লক থেকে পাঁচ হাজার মানুষ নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি হলদিয়া, ময়না, কাঁথি সহ জেলার বিভিন্ন এলাকা থেকেও জমায়েত হওয়ার কথা৷ (Photo and Info-Abir Ghosal)


নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জমায়েতের পর বড় মিছিল করে সভাস্থলের দিকে রওনা দেবেন বিজেপি কর্মীরা৷ শুভেন্দু অধিকারী ছাড়াও এই সভায় উপস্থিত থাকার কথা দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়৷(Photo and Info-Venkateshwar Lahiri)


নন্দীগ্রামের মাটিতে শক্তি প্রদর্শন করতে পেরে উৎসাহিত রাজ্য বিজেপি-র নেতারাও৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের পরিবর্তন হবে৷ মেদিনীপুরের মাটি থেকে একটা পরিবর্তনের শুরু হয়েছিল, এবার আর একটা পরিবর্তন হবে৷(Photo and Info-Venkateshwar Lahiri)