ডাকাবুকো সাংসদ, এবার তাঁকেই বিধানসভা ভোটে চুঁচুড়া আসন ছিনিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছে বিজেপি। আর দলের তরফে গুরুদায়িত্ব পেয়েই চুঁচুড়া কেন্দ্রের পথঘাট চষে ফেলেছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁর ভোট প্রচারের অনন্যতা অনেককেই চমকে দিয়েছে। কখনও নৌকায়, কখনও লোকাল ট্রেনে প্রচার সেরেছেন তিনি। আর ভোটে লড়ার জন্য নিজের যে হলফনামা পেশ করেছেন তিনি, তাতেই প্রকাশ্যে এসেছে লকেটের সম্পত্তির পরিমাণ।