ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল (Bardhaman-Howrah Local Train) ট্রেন। জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি কারশেড থেকে প্ল্যাটফর্মের (Platform) দিকে যাচ্ছিল।