

পুলওয়ামা হামলা নিয়ে উত্তপ্ত দেশবাসী। ৪২ জন শহিদের মধ্যে রয়েছেন দুই বাঙালি জওয়ানও। তাঁদের শোকের আঁচে পুড়েছে সবার মন; কিন্তু এর আগেও এমনই আরও এক মায়ের কোল খালি করে দিয়ে অকালে চলে গিয়েছিল হিঙ্গলগঞ্জের জয়জিৎ ঘোষ।


২০১৬ সালে উরি হামলার কয়েকদিন পরেই কাশ্মীর সীমান্তের বারামুলায় জঙ্গি হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা । সেই ঘটনায় শহিদ হয়েছিলেন জয়জিৎ ।


কাশ্মীরে জঙ্গি হামলায় কোন জওয়ানের মৃত্যু এখনও নতুন করে যন্ত্রণা দেয়,যে ক্ষোভ প্রতিদিন অসহায়তার চাদরে ঢেকে রাখতে হয়,পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর খবরে সেই ক্ষোভ আর দুঃখই ফুটে উঠেছে জয়জিতের বাবা-মার চোখে মুখে।


পুলওয়ামা হামলা স্বজনহারা হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ৪২টি পরিবার । বারবার নাশকতার কারণে অকালে চলে গিয়েছে হাজার হাজার তাজা প্রাণ ।


একের পর এক হামলার পরও কেন পদক্ষেপ নিচ্ছে না সরকার-প্রশ্ন জয়জিত ঘোষের বাবা-মার । জঙ্গিদের ছোঁড়া গুলি কিংবা গ্রেনেডে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে প্রিয়জনের দেহ। পুলওয়ামার ঘটনায় আজ তাঁরা সঠিক পদক্ষেপ চান ।